পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গুগলে তথ্য খোঁজার কার্যকারী কৌশল

গুগলে তথ্য খোঁজ কার্যকরী কৌশল সুনির্দিষ্ট শব্দমালা | ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৬    দুটি বা এর বেশি শব্দে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করুন। যেমন “technology history” শব্দ বিয়োগ আপনি হয়তো একটি বিষয়ে গবেষণা করছেন, কিন্তু কোনো একটা বিশেষ অংশ বাদ দিতে চান। সে ক্ষেত্রে বিয়োগ চিহ্নের (-) ব্যবহার হলো সমাধান। যেমন technolgy history -calculator নির্দিষ্ট ওয়েবসাইটে খোঁজ কোনো বিষয় নির্দিষ্ট একটি ওয়েবসাইটে খুঁজতে চাইছেন। কিন্তু ওই সাইটে সার্চ সুবিধা নেই, সে ক্ষেত্রে লিখুন এভাবে “technolgy column” site:prothom-alo.com একই রকম বা সমার্থক শব্দ যে শব্দ বা দু-তিনটি শব্দ দিয়ে তথ্য খোঁজ করছেন, তার সমার্থক বা প্রতিশব্দের তথ্যও যাতে পেতে পারেন সে জন্য শব্দের আগে টিল্ড () চিহ্ন বসিয়ে দিন। যেমন ..technology facts নির্দিষ্ট ঘরানার ফাইল কোনো বিষয়ের ওয়ার্ড ডকুমেন্ট কিংবা পাওয়ার পয়েন্ট ফাইল খুঁজতে চাইলে ফাইলের ধরন উল্লেখ করে দিতে হবে। যেমন “laptop computer” filetype:ppt এটা অথবা ওটা গুগলে যে শব্দ দিয়ে খোঁজ করবেন, সেই বিষয়ের তথ্যই গুগল খুঁজে দেবে। যদি দুই ধরনের বিষয় খুঁজতে চ