এস এস সি পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ

এস এস সি পরীক্ষার্থী বন্ধুদের স্বাগতম
।অল্প কিছুদিন পরই তোমাদের পরীক্ষা।শেষ মুহুর্তের প্রস্তুতি নিতে সবারই চোখ এখন প্রায় নির্ঘুম।
কথায় আছে,শেষ ভাল যার,সব ভাল তার।সেজন্য, শেষ প্রস্তুতিটাও হওয়া চাই স্পেশাল।
পড়াকে নিজের মত করে ঘুচিয়ে নাও।আর হ্যঁা, এই মুহুর্তে এসে বইয়ের সবকিছু পড়তে যাওয়াটা অনেকটস কষ্টকর।তাই, পড়তে হবে মোটামুটি সাজেশন ভিত্তিক।বিগত সালের প্রশ্ন থেকে আইডিয়া নিতে পার কি ধরনের প্রশ্ন আসতে পারে।অধ্যায়গুলোকে গুরুত্ব অনুসারে ভাগ করে নিতে পার।সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মেইন বই ভালভাবে পড়বে।তারপর টেস্ট পেপার থেকে সৃজনশীল অনুশীলন করবে।সেইসাথে অবজেক্টিভ অনুশীলন করতে ভুলবে না কিন্তু

শুভকামনা সকলের জন্য

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

How to Save Contact Number

ধর্ম নিয়ে জাফর ইকবালের ভাবনা